আজঃ বৃহস্পতিবার ৩০-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

শালিখায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

  • আপডেটেড: বৃহস্পতিবার ১৬ Oct ২০২৫
  • / পঠিত : ২২ বার

শালিখায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

 শালিখা মাগুরা সংবাদদাতা ॥ মাগুরার শালিখায় ২০২৫-২৬ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বিভিন্ন ফসলের বীজ বিতরণ করা হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হলো বসতবাড়িতে ও মাঠে আগাম শীতকালীন শাকসবজি এবং রবি শস্য যেমন সরিষা, মসুর, গম, পেঁয়াজ ও খেসারির উৎপাদন বৃদ্ধি করা।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাত, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ কামাল হোসেন, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ চাঁদ এবং প্রেসক্লাবের নির্বাহী সদস্য জসিম উদ্দিন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন জানান, এই কর্মসূচির অধীনে শালিখা উপজেলার মোট ৭,০৮৫ জন কৃষককে সহায়তা দেওয়া হচ্ছে। এর মধ্যে ৫,২০০ জন সরিষা, ৫০০ জন গম, ১০০ জন পেঁয়াজ, ১,০০০ জন মসুর, ৩৫ জন খেসারি, ৫০ জন লাউ, ১০০ জন বেগুন, ১০০ জন মিষ্টি কুমড়া, এবং ১০০ জন শসা চাষের জন্য বীজ ও রাসায়নিক সার পেয়েছেন। এই প্রণোদনা কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba