আজঃ বৃহস্পতিবার ৩০-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

পীরগঞ্জে সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেটেড: বৃহস্পতিবার ১৬ Oct ২০২৫
  • / পঠিত : ৩৫ বার

পীরগঞ্জে সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

পীরগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক ও দপ্তর সম্পাদক এবং দৈনিক কালবেলা-এর সাংবাদিক বাদল হোসেনকে পেশাগত দায়িত্ব পালনকালে লাঞ্ছিত করা, শহরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া এবং শান্তিপূর্ণ পীরগঞ্জকে অশান্ত করার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে পীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহরের পূর্ব চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে স্থানীয় সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন- পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, রানীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মতুর্জা আলম, পীরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ফজলুল কবির, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, জেলা খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ রায়, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল শান্ত, সাংবাদিক নূর-উন-নবী রানা, মুজিবুর রহমান, বাদল হোসেন, সিহাব, সাকিব এবং ব্যবসায়ী সুলতান আলমগীর প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সাইদুর রহমান মানিক।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের হাত থেকে মোবাইল ফোন ও প্রেস কার্ড কেড়ে নিয়ে লাঞ্ছিত করা কেবল একজন সাংবাদিকের নয়, এটি পুরো গণমাধ্যমের মর্যাদার ওপর আঘাত। এটি সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি দ্রুত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং যারা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে জনমনে ভয়ভীতি সৃষ্টি করেছে, তাদেরও দ্রুত গ্রেপ্তার করতে হবে।

ইত্তেফাক/এএইচপি

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba