আজঃ বুধবার ২৯-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

চট্টগ্রাম বন্দরে ১২০০ টন সিরামিকের কাঁচামালসহ লাইটার জাহাজডুবি

  • আপডেটেড: রবিবার ১৯ Oct ২০২৫
  • / পঠিত : ১৯ বার

চট্টগ্রাম বন্দরে ১২০০ টন সিরামিকের কাঁচামালসহ লাইটার জাহাজডুবি

 চট্টগ্রামে বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় প্রায় ১২০০ টন সিরামিকের কাঁচামালসহ একটি লাইটার জাহাজ ডুবে গেছে। শুক্রবার রাতে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ার পর শনিবার সকালে ‘এমভি জায়ান’ নামের জাহাজটি পতেঙ্গা সমুদ্রসৈকতের কাছে ডুবে যায়। তবে এ ঘটনায় জাহাজে থাকা ১৩ নাবিকের সবাই নিরাপদে আছেন এবং বন্দর চ্যানেলে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, বন্দরের বহির্নোঙর থেকে ১২০০ টন সিরামিক শিল্পের কাঁচামাল (বল ক্লে) নিয়ে জাহাজটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু দুর্ঘটনার কারণে সব পণ্যই নষ্ট হয়ে গেছে। তিনি নিশ্চিত করেন, জাহাজটি বন্দর চ্যানেলের একপাশে ডুবে যাওয়ায় অন্যান্য জাহাজ চলাচলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে না।

জাহাজের মালিক সংস্থা জায়ান শিপিং লাইন্সের অপারেশন অফিসার কাজী মোহাম্মদ শিবলু জানান, শুক্রবার রাত ৮টার দিকে জাহাজটির স্টিয়ারিং ফেল করে এবং ইঞ্জিনেও ত্রুটি দেখা দেয়। এরপর সেটিকে স্থির রাখা হয়।

লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সচিব এম এ রনি জানান, শনিবার সকালে জাহাজটিকে মেরামতের জন্য তীরের দিকে আনা হচ্ছিল। পথে পতেঙ্গা নেভাল একাডেমির কাছাকাছি একটি চরে আটকে গিয়ে এর তলা ফেটে যায়। এরপর জাহাজের তিনটি হ্যাচ দিয়ে পানি প্রবেশ করতে শুরু করে এবং একপর্যায়ে প্রায় ৯০ শতাংশ ডুবে যায়। জোয়ারের সময় জাহাজটির কেবল ওপরের অংশ সামান্য দেখা যায়।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba