আজঃ শুক্রবার ৩১-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের ঘোষণা কানাডার

  • আপডেটেড: সোমবার ২০ Oct ২০২৫
  • / পঠিত : ২১ বার

ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের ঘোষণা কানাডার

 ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কানাডায় ভ্রমণ করলে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হবে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি রবিবার এই সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন।

ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্ক কার্নিকে প্রশ্ন করা হয়েছিল, তার দেশ আইসিসির পরোয়ানা মেনে চলবে কি না। জবাবে তিনি জানান, নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে কানাডা প্রস্তুত। ২০২৪ সালের নভেম্বরে আইসিসি গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

অন্যদিকে, ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে ঐতিহাসিক মামলা দায়ের করে। এতে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ আনা হয়। যদিও চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলে সেই অভিযান স্থগিত হয়।

চলতি বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে আইসিজে তিনটি অন্তর্বর্তীকালীন আদেশ জারি করে। এসব আদেশে ইসরায়েলকে গণহত্যা বন্ধ, সামরিক অভিযান স্থগিত এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে গত ২১ সেপ্টেম্বর কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। একই সঙ্গে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও পর্তুগালও সমন্বিতভাবে এই ঘোষণা দেয়। এর পরপরই ২২ ও ২৩ সেপ্টেম্বর ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো এবং অ্যান্ডোরা ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদান করে।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba