আজঃ শুক্রবার ৩১-১০-২০২৫ ইং || খ্রিষ্টাব্দ

যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনায় পিছু হটল ইসরায়েল!

  • আপডেটেড: শুক্রবার ২৪ Oct ২০২৫
  • / পঠিত : ১৫ বার

যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনায় পিছু হটল ইসরায়েল!

 মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনার পর পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার দুটি বিতর্কিত বিল পাসের প্রক্রিয়া স্থগিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জোট সরকারের একজন সদস্যকে উদ্ধৃত করে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথও বিষয়টি নিশ্চিত করেছে।

সরকার দলীয় জোটের চেয়ারম্যান ওফির কাটজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বলেছেন, ‘প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত জুদিয়া ও সামারিয়ায় (পশ্চিম তীর) সার্বভৌমত্ব প্রয়োগ সম্পর্কিত কোনো প্রস্তাব এগিয়ে নেওয়া হবে না।’

এর আগের দিন বুধবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে পশ্চিম তীর এবং মা’আলে আদুমিম বসতি এলাকা সংযুক্ত করার দুটি বিল প্রাথমিক ভোটে অনুমোদন পায়। তবে বিল দুটিকে আইনে পরিণত করতে আরও তিনটি ধাপের ভোট প্রয়োজন। এই পদক্ষেপের পরই যুক্তরাষ্ট্র এর তীব্র সমালোচনা করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি পশ্চিম তীর সংযুক্তি কখনোই অনুমোদন করবেন না। সম্প্রতি ইসরায়েল সফর করে যাওয়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নেসেটের এই ভোটকে ‘একটি নির্বোধ রাজনৈতিক কৌশল’ বলে মন্তব্য করেছেন।

নেতানিয়াহু নিজেও বিল দুটিকে সমর্থন না করে এটিকে বিরোধী দলের ইচ্ছাকৃত রাজনৈতিক উসকানি হিসেবে আখ্যায়িত করেছেন। তার মতে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সফরের সময় বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যেই এটি করা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এই বিল দুটি বিরোধী দলের সদস্যদের উদ্যোগে আনা হয়েছিল এবং সরকারি দলের মূল অংশ লিকুদ পার্টি ও তাদের জোটসঙ্গী ধর্মীয় দলগুলো এর পক্ষে ভোট দেয়নি।

বিশ্লেষকদের মতে, পশ্চিম তীর সংযুক্ত করা হলে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়া কার্যত শেষ হয়ে যাবে, যা জাতিসংঘের প্রস্তাবিত সমাধানের মূল ভিত্তি। উল্লেখ্য, গত জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এক ঐতিহাসিক রায়ে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলকে অবৈধ ঘোষণা করেছিল এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম থেকে সব বসতি সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিল।

ট্যাগস :


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

Copyright © 2025. All right reserved OnlinePress24
Theme Developed BY Global Seba